জুয়েল রানা, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় আনুলিয়া ও নবগ্রাম এলাকার শীতার্ত ও সুবিধাবঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আনুলিয়া যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। এ প্রচণ্ড শীতের মধ্যে এলাকার অসহায় শীতার্তদের উষ্ণতা ও সুরক্ষা নিশ্চিত করতে আনুলিয়া যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ২:৩০মি. এ বড় আনুলিয়া বিশ্বাস মার্কেট এ এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।মোঃ সায়েদুর রহমান এর তত্ত্বাবধানে আনুলিয়া যুব উদ্যোক্তা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলাম দিপুর পরামর্শে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে আহ্বায়কের বক্তব্যে মোঃ সায়েদুর রহমান বলেন, “শীত মৌসুমে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করে আমরা আনন্দিত। আরো কিছু কম্বল হলে ভালো হতো। এলাকার যুবকদের এক হয়ে কাজ করার জন্য আহ্বান করেন তিনি। নতুন সংগঠন হিসেবে সমর্থন অনুযায়ী এলাকার উন্নয়নে আমাদের অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান শীত মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার শীতবস্ত্রের অভাবে কঠিন সময় পার করছে। বিশেষ করে বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই শীতের এই সময় শীতার্তদের জন্য উষ্ণতার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
কম্বল পেয়ে শীতার্তদের অনুভূতি প্রকাশ করে জানায়, তারা খুবই আনন্দিত। আমরা আল্লাহর কাছে এটাই আশা করি।এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে এবং মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com