ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আয়োজনে সারাদেশে চলমান তীব্র শৈতপ্রবাহে সাধারণ মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম শর্না। তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। শীতের এই কঠিন সময়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
আয়োজকরা জানান, তীব্র শৈতপ্রবাহে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই বিএনপির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম চালুর দাবি জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


