মঈনুল ইসলাম সুজন শ্রীপুর প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে মাগুরা-০১ আসনে বিএনপি’র দলীয় প্রতীকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে কৃষক দলের নেতৃবৃন্দরা।
২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবাদ বাজার ও চাকদাহ বাজারে গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের তত্ত্বাবধানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মাগুরা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কৃষকদলের দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ সোহেল রানা।
আলোচনা সভায় গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ ইস্রাফিল বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন শেখ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সনোথ কুমার বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াকুব আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মোতাহার মোল্লা, মাগুরা জেলা কৃষকদলের
শিক্ষা বিষয়ক সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, সদস্য হারুন অর রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম- আহ্বায়ক মোঃ রাসেল, টিপু বিশ্বাস, বিনাই কুমার দত্ত প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতিকে মাগুরা-০১ আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন মাগুরার গণমানুষের নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। আমরা চাই ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে মনোয়ার ভাইকে বিপুল ভোটে জয়ী করে মাগুরা-০১ আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ধানের শীষের পক্ষে মাঠে থাকবে ইনশাআল্লাহ।


