ঢাকাTuesday , 20 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পবিমান ভারতীয় প্রসাদন সামগ্রী ( কসমেটিকস) উদ্ধার

    admin
    January 20, 2026 11:16 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাব ইন্সপেক্টর সজীব চৌধুরী এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ২০/০১/২০২৬ তারিখ ভোর রাত ০৩.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল ধানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের সাব পোস্ট অফিসের সামনে শ্রীমঙ্গল টু হরিণছড়া গামী পাকা রাস্তার উপর গাড়ী চেকপোস্ট করেন। চেকপোস্ট করাকালে সন্দহ ভাজন ১টি সিএনজি অটোরিক্সা থামান। পুলিশ দেখে সিএনজি হতে পালানোর সময় শিপন মিয়া (২০), পিতাঃ শাহিন আলম, মাতাঃ রত্না বেগম, সাং কুঞ্জবন, ৪ নং সুন্দরখান ইউপি, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে আটক করা হয়। উক্ত সিএনজি তল্লাশী করে ৪ টি বড় কার্টন পাওয়া যায়। ৩ টি কার্টুনের ভিতর ভারতীয় Natural Bee one কোম্পানির Pearl Facial Kit ১২ টি, Grape Wine Facial Kit ৩ টি, Diamond Facial Kit ১২ টি, Five Fruit Facial Kit ১২ টি, Gold Facial Kit ১২ টি সর্বমোট ৫১ টি, অনুমান মূল্য (৫১ x৩০০০) # ১,৫৩,০০০/ – টাকা, অপর একটি কার্টনে No scars Cream ৬৩০ পিচ, মূল্য অনুমান (৬৩০x ৩০০)= ১৮৯,০০০/- টাকা। আটক ব্যক্তি উক্ত মালামালের বিষয়ে বৈধ কোন কোন কাগজ পত্র দেখাতে পারে নাই। একটি সিএনজি মূল্য ৩,৫০,০০০/ – টাকা সহ উপরোক্ত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত মালামালের মোট মূল্য অনুমান ৬,৯২,০০০/- (ছয় লক্ষ বিরানব্বই হাজার) টাকা। উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায়
    আসামীর বিরোদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST