মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে ব্রাক্ষণবাড়ীয়া জেলা এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে মানববন্ধন করছে গ্রামবাসী।
গত ১০ ই অক্টোবর ২০২৫ ইং নাসির নগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষিপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে একটি খাস পুকুর ইজারার ডাক দেওয়ার কথা ছিল।
ইজারায় লক্ষিপুর গ্রামের মনির মিয়া গং সকাল ১০.৩০ মিনিট অংশ নিতে আসলে তার উপর এনসিপি নেতা আসাদ খোকনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা শুরু করে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে. এতে সাধারণ পথচারীসহ পাঁচ জন আহত হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতিনিয়ন্ত্রন করে। এ বিষয়ে মনির মিয়া পিতা. মৃত রোকন মিয়া. সাং লক্ষিপুর বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে নাসির নগর সহকারী কমিশনার (ভূমি) নিকট অভিযোগ দায়ের করেন।
মনির মিয়া তার অভিযোগে উল্লেখ করেন লক্ষিপুর মোজার ৯৫০ ও ৯৬৩ দাগে খাস পুকুরটি আগে লক্ষিপুর প্রামের মসজিদ মাদ্রাসার নামে ছিল। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে উক্ত খাস পুকুরটি আওয়ামীলীগ নেতা আসাদ খোকন ইজারা নিয়ে ভোগ দখল করিয়া আসিতেছে। এই বছর উক্ত পুকুরের মেয়াদ শেষ হইলে গ্রামের লোকজন উক্ত পুকুরটি গ্রামের মসজিদ. মাদ্রাসা ও কবরস্থানের নামে নেওয়ার প্রস্তুতি নিলে এনসিপি নেতা আসাদ খোকন বাদীকে হুমকি প্রদান করে।
পরে বাদী গং ১০ তারিখে ইজারায় অংশ নিতে আসলে আসাদ খোকন তার ভাড়াটিয়া বাহিনী দ্বারা অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে জখম করে বাদী মনির মিয়ার কাছ থেকে দুই লক্ষ টাকা, পথচারী রুকন মিয়ার কাছ থেকে ত্রিশ হাজার টাকা ও রিক্সাচালক বলু মিয়ার কাছ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেয়।
মানববন্ধনকারীরা প্রশাসনের নিকট দাঙ্গাবাজ, ভূমিদস্যু আসাদ খোকন ও তার লাঠিয়াল বাহিনীর দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তি দাবী করেছেন।