মণিরামপুর প্রতিনিধিঃ
মাদক ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সেবনকারী চক্রের ৭/৮ জনের সংঘবদ্ধ একটি মাদকসেবি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দ্বরা ব্যাবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে মারত্বক জখম করেছে। এ খবরে রীতিমতো সমালোচনা সৃষ্টি হয়েছে জনমনে। ঘঠনাটি ঘটেছে যশোরের মনিরামপুর পৌরশহরের মোহনপুর গ্রামে। অভিযোগ উঠেছে, মোহনপুর গ্রামের আবুল কালামের ছেলে সেলিম ড্রাইভার (৩৫) অসুস্থ্য অবস্থায় বাড়িতে অবস্থানকালে পার্শবর্তী ৫নং ওয়ার্ডের ফয়সাল হোসেন (২৫), মমতাজ খাতুনের ছেলে ম্যাক্স তামিম,মিকাইল হোসেন(৫৫) তার গ্যাং সহকারে গত সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভিকটিমের নিজের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটায়।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত সেলিম ওই এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান আছে উল্লেখ করে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে মণিরামপুর থানা পুলিশ।
স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে সোমবার রাতে তাহেরপুর এলাকার ফয়সাল (২৫), ম্যাক্স তামিম (২৪) ও মিকাইল হোসেনসহ (৫৫) অজ্ঞাতনামা আরও ৪-৫ জন যুবক সেলিমের বাড়িতে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে বিবাদীরা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে।
চিৎকার শুনে পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।
সেলিমের মামাতো ভাই অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় চিহ্নিত এবং মাদক সংশ্লিষ্টতার কারণে এই পরিকল্পিত হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত সেলিম মুঠোফোনে জানান,কয়েকদিন আগে তার একটি পা ভেংগে যাওয়ায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন,ফোনকল না ধরাতে বিবাদীরা বাড়িতে ঢুকে হামলা করেছে। আজই(মঙ্লবার) আদালতের স্বরনাপন্ন হবো।


