বরগুনা প্রতিনিধি:
বরগুনার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাইনসমেরথো গ্রামের মরিয়ম আক্তার ময়না (পিতা: সুলতান হাওলাদার) এর বিরুদ্ধে সম্পত্তি আত্মসাত ও প্রতারণার অভিযোগ তুলেছেন তার সৌদি প্রবাসী স্বামী।
প্রবাসী স্বামী জানান, গত ১০ বছরের দাম্পত্য জীবনে তিনি স্ত্রী ময়নাকে প্রায় ১০ ভরি স্বর্ণ, পরীরখালস্থ ঘরে ৫ লক্ষাধিক টাকার আসবাবপত্র, এবং ২টি বিটি/বসতবাড়ি বুঝিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, প্রবাসে থাকা অবস্থায় ময়না এসব সম্পত্তি গোপনে বিক্রি করে উধাও হয়ে যান।
তিনি বলেন, “গত ৭ দিন ধরে ময়না বা তার স্বজনদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন করলেও রিসিভ করেন না। এর মধ্যেই গ্রামের বাড়িতে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি রাষ্ট্র ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বলেন,
“মরিয়ম আক্তার ময়নাকে নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রবাসীদের কষ্টার্জিত টাকায় গড়া সম্পদ নিয়ে এমন অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com