মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
সোমবার(৫ জানুয়ারি) যানজট নিরসনে হাটহাজারী উপজেলা প্রশাসন উপজেলার বড়দিঘীর পাড়, চৌধুরীরহাট ও হাটহাজারী বাসস্ট্যান্ডে বাস, অটো, সিএনজির যাত্রী উঠানামার জায়গা নির্ধারণ করে ফেস্টুন দিয়েছে।
চৌরাস্তার ঝুঁকিপূর্ণ সড়ক বন্ধ করে ইউটার্ণ ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। মানুষ হাটাচলার প্রয়োজনে পথ রাখা হয়েছে।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক দখল এবং অবৈধস্থানে পার্কিং করায় মোট ১৫টি মামলায় ৪৫,০০০/ জরিমানা করেছে।
সচেতন নাগরিকদের আইনানুগ নির্দেশনা মেনে চলে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


