তানভীর ইসলাম আলিফ, কুমিল্লা (হোমনা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার দড়ি ভাষানিয়া গ্রামের তরুণ সাজিদ (২২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে কৃষ্ণপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাজিদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল অনুমানিক সাড়ে ৪টার দিকে সাজিদ বাড়ি সংলগ্ন কৃষ্ণপুর ব্রিজের এলাকায় হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সামনে থেকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। ধাক্কার তীব্রতায় তিনি সড়কের পাশে ছিটকে পড়েন এবং আশপাশের মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় চিকিৎসক, স্বজন এমনকি উপস্থিত স্থানীয়রাও গভীর শোক ও স্তব্ধতায় নিমজ্জিত হন।
দুর্ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে দড়ি ভাষানিয়া গ্রামে নেমে আসে শোকের মাতম। সাজিদের পরিবারে শুরু হয় কান্না ও আহাজারি। অল্প বয়সী এ যুবকের এমন আকস্মিক মৃত্যু সবাইকে ব্যথিত করেছে। বিশেষ করে পরিবারের ওপর নেমে এসেছে অসহনীয় বেদনা ও শূন্যতা।
ঘটনার খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। চালককে আইনের আওতায় আনতে সার্বিক চেষ্টা চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কৃষ্ণপুর ব্রিজ এলাকার সড়কটিতে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুতগতির যান নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দোষী চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


