ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

    admin
    October 5, 2025 7:10 pm
    Link Copied!

    মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, হো‌সেনপুর থে‌কে :

    “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে রবিবার (৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক ।

    সভায় উপস্থিত ছিলেন সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, শিক্ষিকা কাজী আসমা খাতুন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন,জাতি গঠনের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষকদের ভূমিকা সমাজকে উন্নত ও মানবিক করে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও যোগ করেন, সরকার শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত উদ্যোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটির অংশ হিসেবে মুক্ত আলোচনা ও শিক্ষক সংবর্ধনার আয়োজনও করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, হোসেনপুর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST