মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, হোসেনপুর থেকে :
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে রবিবার (৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক ।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, শিক্ষিকা কাজী আসমা খাতুন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন,জাতি গঠনের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষকদের ভূমিকা সমাজকে উন্নত ও মানবিক করে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও যোগ করেন, সরকার শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত উদ্যোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটির অংশ হিসেবে মুক্ত আলোচনা ও শিক্ষক সংবর্ধনার আয়োজনও করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, হোসেনপুর।