ঢাকাFriday , 12 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৩-২ ব্যবধানে সিরিজ হারল অনুর্ধ্ব-১৯ নারী টাইগার দল

    admin
    December 12, 2025 10:59 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

    কক্সবাজার ক্রিকেট ষ্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে এ জয় তুলে নেয় পাকিস্তান।

    চলতি মাসের ৩,৫,৭ ও ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিরিজের চারটি ম্যাচে ২-২ এ সমতায় ছিল দুই দল।

    শুক্রবার দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়।

    শুরুতে টচে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তানী নারী ক্রিকেট দল।

    পরে প্রথম ইনিংসে সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল ১৯ ওভার ১ বল করেই ৮৪ রানে অল আউট হয়ে যায়।

    জবাবে ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

    প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার জিতে নেন পাকিস্তান দলের ইমান নাসের। সে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৯৮ রান করেন।
    এ ছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার ও জিতে নেন একই দলের বারিরাহ সাইফ। তিনি ১৬ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

    পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
    মহিলা উইং এর চেয়ারম্যান রুবাবা দৌলা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলা উইং এর চেয়ারম্যান রাফিয়া হায়দার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

    ১৩ ই ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সদস্যদের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST