ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

admin
November 13, 2025 8:44 pm
Link Copied!

মোসা বেবিয়ারা খাতুন,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র মনোনয়নকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মনোনয়ন বঞ্চিত অংশের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি, এস আলমগীর হোসেন।
৯ই নভেম্বর রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত সমর্থক ও নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
শিবগঞ্জ উপজেলার কানসাট মিল্ক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোপালনগর মোড়ে এসে পৌঁছালে সেখানে তারা অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে রাখা হয়, যার ফলে ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক শাজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবি জানান।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন।
মনোনয়ন বাতিলের পাশাপাশি তারা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতকে ঐ আসনে মনোনয়ন প্রদানের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নিকট আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST