ঢাকাThursday , 25 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • admin
    December 25, 2025 4:41 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    উত্তরের হিমেল বাতাসে যখন জনজীবন স্থবির, তখন রাতের আঁধার ভেদ করে মানবিকতার বার্তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। কনকনে শীতে শীতবস্ত্রের অভাবে বিপর্যস্ত গরিব ও ছিন্নমূল মানুষের ঘরে ঘরে নিজ হাতে কম্বল পৌঁছে দিচ্ছেন তিনি।

    বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে হঠাৎ করেই আবিরের পাড়া, মাহালী পাড়া, শুকানপুকুরসহ বিভিন্ন গ্রামে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে দেখা যায় চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো প্রচারণা নয়—নীরবে মানুষের দুঃখ লাঘবই ছিল তার লক্ষ্য।

    চলতি মৌসুমে সরকারি শীতবস্ত্রের বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হলেও ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২ হাজার ২০০ জন প্রকৃত দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ চেয়ারম্যানকে কম্বল হাতে সামনে পেয়ে অনেক অসহায় মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে ছিন্নমূল, প্রতিবন্ধী ও এতিমদের জন্য এই সহায়তা যেন শীতের রাতে আশীর্বাদ হয়ে এসেছে।

    এ বিষয়ে সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “শীত যতদিন থাকবে, ততদিন ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। গ্রামে গ্রামে গিয়ে যাদের প্রয়োজন, তাদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।”

    কম্বল পাওয়া কয়েকজন শীতার্ত মানুষ জানান, কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, ঠান্ডা ভয়াবহ রূপ নিয়েছে। এই অবস্থায় চেয়ারম্যানের দেওয়া কম্বল তাদের রাত পার করতে বড় সহায়তা দিচ্ছে।

    শীতের দুঃসহ সময়ে একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST