ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

লামায় আওয়ামী লীগের মশাল মিছিল ও আগুনের ঘটনা গ্রেপ্তার ১(এক)

admin
November 13, 2025 3:26 pm
Link Copied!

জেলা প্রতিনিধি, বান্দরবান।

বান্দরবানের লামা উপজেলায় আবারও আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে রফিক আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “মশাল মিছিলের ঘটনায় রাতব্যাপী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে।
মিছিলে প্রায় ২০-২৫ জন লোক অংশ নেয়। তারা স্লোগান দেয় —

“বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি”
“১৩ তারিখ লকডাউন সফল করো”

এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১৩ নভেম্বর লকডাউন সফল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।
এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST