সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
দেশের ৬৪ জেলার মতো মৌলভীবাজার জেলাতেও নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর সদ্যবদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়সহ সারাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই মৌলভীবাজারে পদায়ন পেলেন এসপি মোহাম্মদ বিল্লাল হোসেন।
নতুন এই পদায়নের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


