এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের কৃতি সন্তান মিল্টন হোসেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (গ্রেড-২) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর নতুন কর্মস্থল নির্ধারিত হয়েছে অতিরিক্ত মহানগর দায়রা জজ, বরিশাল হিসেবে।
একজন সততা, নিষ্ঠা ও ন্যায়নিষ্ঠ বিচারক হিসেবে মিল্টন হোসেন ইতোমধ্যে বিচার বিভাগে নিজের সক্ষমতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। জনগণের ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে সহকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে।
নিজ গ্রামের মাটিতে বেড়ে ওঠা এই যোগ্য সন্তান দেশের বিচার ব্যবস্থায় আরও ইতিবাচক অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। বরিশাল মহানগরের মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনে নতুন দিগন্ত যোগ করবে বলে সকলের বিশ্বাস।
মিল্টন হোসেনের এই পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয় এটি মেহেরপুর জেলার জন্যও এক গর্ব।
তাঁর সামনে আরও সফলতার দ্বার উন্মুক্ত হোক ।


