ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

    admin
    December 3, 2025 10:53 am
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পর প্রায় ৫ বছর ধরে বন্ধ রয়েছে কাজ। দ্রুত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের।
    নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় এক ভাড়া বাড়িতে চলছে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের কার্যক্রম। যেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছেন। নিজস্ব ভবন না থাকায় চরম বিপাকে পড়েছেন এখানকার কর্মরতরা।
    তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ বলেন, ভবনটির চারপাশে নেই কোনো সীমানা প্রাচীর, আশেপাশে ঝোপ জঙ্গলে ভরা। চারপাশেই পানি থৈ থৈ করছে। ভবনের ছোট ছোট রুমগুলোতে তিন চারটি করে বেড (খাট) রাখা হয়েছে। তিনটি বেডে চারজন করে থাকতে হচ্ছে।
    সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, দ্বিতীয় তলায় টিনের ছাউনির নিচে পলেথিন দিয়ে বসবাস করছি, বর্ষাকালে পানি পড়ে। অনেক সময় রুমের মধ্যে সাপ, ব্যাঙও চলে আসে। এমন অবস্থার মধ্যে বসবাস করছি।
    তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আমরা ২৩ জন সদস্য এখানে কর্মরত রয়েছি। থাকতে অনেক সমস্যা হয়। নতুন ভবন পেলে সরকারি কাজে আরও গতি বাড়বে।
    এদিকে, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন জানান, নড়াইল সদর উপজেলার ব্যাতেঙ্গা এলাকায় দুই একর জমির ওপর ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যায়ে ২০২০ সালে তুলারামপুর হাইওয়ে থানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের বিল প্রদানের জন্য আবেদন জানালে তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি। পুলিশের কার্যক্রম
    যার কারণে ঠিকাদারদারি প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা প্রকাশ করে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয়। এরপর থেকে দীর্ঘ ৫ বছর ধরে বন্ধ রয়েছে ভবন নির্মাণ কাজ। সম্প্রতি পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার হয়েছে। যা প্রায় ৪ কোটি টাকা ব্যয় হাইওয়ে থানার ভবন নির্মাণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST