সোহেল রানা জেলা প্রতিনিধি।।
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শেষে পাইকগাছা পৌরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা জনাব গোলাম সারোয়ার, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আসাদুল ইসলাম, পৌর আমির, পাইকগাছা পৌরসভা এবং আব্দুল আল মামুন, নায়েবে আমির। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জনাব গোলাম সারোয়ার বলেন,দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এই পরিস্থিতিতে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। দাঁড়িপাল্লা প্রতীক সেই ন্যায় ও ইনসাফের প্রতীক, যার মাধ্যমে দেশকে একটি কল্যাণরাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।তিনি আরও বলেন,মাওলানা আবুল কালাম আজাদ একজন আদর্শবান, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের কাছে ইসলামী আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে।


