ঢাকাFriday , 9 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি নেতা অমিতকে শোকজ

    admin
    January 9, 2026 8:03 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়েছে।

    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে অমিতকে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    নোটিশে বলা হয়েছে, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এই কর্মকান্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগে বুধবার (৭ জানুয়ারি) তাকে শোকজ করা হয়।

    অভিযোগের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, এটি কোনো নির্বাচনী প্রচারণা নয় বরং গত ২৫ বছরের ধারাবাহিকতায় একটি মানবিক কাজ।

    তিনি বলেন, এই কর্মসূচি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছিল। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।

    যশোর জেলা জজ আদালতের নাজিরকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে দ্রুততম সময়ে এই নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST