ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানা গেল।

    admin
    January 12, 2026 12:28 pm
    Link Copied!

    আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট

    চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের শেষ সপ্তাহে। এ ছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
    শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্র প্রণয়ন ও সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
    উল্লেখ্য, স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির প্রভাব ও পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    শিক্ষা বোর্ড জানায়, ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন,
    “আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানো হতে পারে।”
    এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন,
    “আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।”
    এদিকে পরীক্ষার সময়সূচি জানা যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা এখন আরও মনোযোগ দিয়ে পড়াশোনায় সময় দিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST