ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফকিরহাটের পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৫ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু

    admin
    January 13, 2026 7:58 pm
    Link Copied!

    আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

    গ্রামবাংলার ঐতিহ্য, তারুণ্যের শক্তি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৫ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ শুরু হয়েছে।
    মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় পাগলা শ্যামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলার মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধনী দিনে ৮ দলীয় হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত খেলায় মাঠে উপস্থিত হাজারো দর্শক মুগ্ধ হয়ে খেলাটি উপভোগ করেন।
    এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার থেকে শনিবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমনা আইরিন, উপজেলা নির্বাহী অফিসার, ফকিরহাট, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফকিরহাট; জনাব শোভা রায়, উপজেলা শিক্ষা অফিসার, ফকিরহাট এবং জনাব শেখ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, ফকিরহাট মডেল থানা।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোড়ল সাহিদুল ইসলাম, সভাপতি, পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শেখ আফজাল হোসেন এবং ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন কোষাধ্যক্ষ জনাব শেখ আব্দুর রব।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী খেলা হাডুডু গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় এসব ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা সম্ভব। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
    বক্তারা আরও বলেন, দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ।
    খেলার মাঠে রঙিন সাজসজ্জা, দর্শকদের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিযোগিতার প্রতিটি দিনেই থাকবে নানান আকর্ষণীয় ইভেন্ট, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের খোরাক হয়ে থাকবে।
    এলাকাবাসী এমন সুন্দর ও ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজনের জন্য পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST