নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এলাকায় গৃহবধূকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী এক সন্তানের জননী এবং তার বাড়ি মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি গ্রহণ করে কাশিয়ানী থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্লা।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


