নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের জেলার কালীগঞ্জে উপজেলার গোড়ল ইউনিয়নে টিএমএসএসের শাখায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা সেবা কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। টিএমএসএসের গোড়ল চাকলারহাট এ অফিসে নিয়মিতভাবে ডাক্তারি সেবা প্রদান করেন। এ ডাক্তার শাখা অফিসের গ্রাহক সহ সকলেই এ সেবা গ্রহণ করতে পারবেন। আজকের ডাক্তারি সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন। আজকের এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন মিয়া(Op4-4) রংপুর টিএমএসএস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়ল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,আরও উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন (DDPHE and SP) মহোদ্বয়। সভাপতিত্বকরেন বীরমুক্তিযোদ্বা জহুরুল হক সরকার, এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম (রেজিয়ন প্রধান কালীগঞ্জ,) টিএমএসএস।এসমায় ফিতা কাটার মধ্যেম দিয়ে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম শুভ উদ্বোধন করেন। সমাপনী বক্তব্য মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শেষে করেন।


