নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝুমঝুমপুর স্কুল মোড়ে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এনামুল কবির (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঝুমঝুমপুর এলাকার লোকমান উদ্দিনের ছেলে এনামুল কবিরের সাথে একই এলাকার আমিরুল, রবিউল ও জামিরুলদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে এনামুল কবির ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা এনামুলের মাথায় লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্বজনরা এনামুল কবিরকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে মৃত আকবার মোল্লার ছেলে আমিরুল (৪০), বাবু মোল্লার ছেলে রবিউল (৪৮), এবং আনছার মোল্লার ছেলে জামিরুল (৩০)- সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে।


