লোহাগড়া প্রতিনিধি//
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাণী অর্চনা উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক ও গবেষক পলাশ কান্তি নাথ রণী বলেন, বাণী বন্দনা জ্ঞান অর্জনের এক বিনীত প্রার্থনা। জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি। অজ্ঞানতা মূলত জ্ঞানের অনুপস্থিতি। সরস্বতী পূজা আমাদের অজ্ঞানতা বর্জন করে বিদ্যাজ্ঞান অর্জনের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, বিদ্যা ও জ্ঞানে সমৃদ্ধ হওয়াই বাণী অর্চনার প্রকৃত অঙ্গীকার।
লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়া সার্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের সভাপতি প্রণব কান্তি নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুব্রত কান্তি নাথ, প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নয়ন দেব নাথ, উপদেষ্টা প্রিয়তোষ দেব নাথ টিটু, অর্পণ কান্তি নাথ, আকাশ নাথ, অপু নাথ, মিটন নাথ ও রিপন নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ নাথ, দুর্গাপূজা কমিটির সভাপতি শিবু কান্তি নাথ, শিক্ষক নিরোধ বরণ নাথ ও সমাজসেবী শান্তিপদ নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পূজা উপলক্ষে আয়োজিত অন্তরাঙ্গন ও বহিরাঙ্গন বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে রাতে প্রখ্যাত শিল্পী নয়ন ঢাকী ও তাঁর দলের পরিবেশনায় মনোমুগ্ধকর আরতি ও ধুনুচি নৃত্য পরিবেশিত হয়।


