জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
শনিবার বিকেলে গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনালে গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ প্রপার্টিজ লি. এর চেয়ারম্যান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ মেম্বার, বাংলাদেশ পুলিশ চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ইউনি টুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান জাফর আহমেদ শিপন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চট্রগ্রাম মহানগরীর সহ সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন লিটন ও আবদুল হামিদ নাজিম।
উক্ত আয়োজনে সূচনা বক্তব্য রাখেন স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন।
স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আবদুর রহমান ফরহাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ইলিয়াস রুবেল ভূঁইয়া, আব্দুল কাদের, সাইফুল ইসলাম। এছাড়াও স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল সহ ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গুণবতী ইউনিয়ন ফুটবল একাদশ।
উল্লেখ্য যে গুণবতীর ইতিহাসে এত দর্শক সমাগম আর কখনো ঘটেনি।
কোথাও তিল ধারণের ঠাই ছিল না। এক অন্যরকম ফুটবল উন্মাদনায় মেতেছে দক্ষিণ চৌদ্দগ্রাম।