ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে পাওয়ার টিলারের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু

    admin
    November 5, 2025 6:50 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ

    যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— রনজিত কুমার দাস (৪৯), পিতা অনন্ত কুমার দাস, পেশায় শিক্ষক, বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক এবং তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০), স্বামী রনজিত কুমার দাস, পেশায় জনস্বাস্থ্য কর্মী। তারা উভয়েই যশোর জেলার মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, রনজিত কুমার দাস হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী পাপিয়াকে (হেলমেটবিহীন) নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই প্রতিবেদন লেখা অবদি (৩:৩০ বিকাল)নিহতদের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST