কুষ্টিয়া প্রতিনিধি//
আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২৫ ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন,
মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে আমরা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করব এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে পারব। সব কর্মসূচি যেন শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।
সভায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি — যেমন পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা — সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


