জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্য নিয়ে চৌদ্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ( ৫ নভেম্বর ) সকালে উপজেলায় প্রশাসক হর রুমে কর্মশালার কার্যক্রম উদ্বোধন করেন
উপজেলায় নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন তিনি বলেন

স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আইন বলে বিচারক ক্ষমতা কেবলমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরই দেওয়া হয়েছে। তাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতার ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করে প্রান্তিক জনগণের ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালত মামলা বিচারের জন্য প্রয়োজনীয় সকল ফর্ম, ফরমেট ও রেজিস্ট্রারের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ফৌজদারী ও দেওয়ানী মামলার পার্থক্যসহ গ্রাম আদালতের উদ্দেশ্য ও সুবিধা নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এবং গ্রাম আদালতের বিচারক প্রক্রিয়া ও ধাপ সমূহ ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়।


