ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

    admin
    January 24, 2026 2:07 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

    শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সঞ্চালনার দায়িত্ব পালন করেন ওমর ফারুক মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন মো. হাবীব উল্লাহ, শিক্ষা পরিচালক, স্কুল পরিচালনা কমিটি। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির আহাম্মদ, আমির, জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রহমত উল্লাহ খাজা, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি এবং মো. সেলিম উদ্দিন বাহারী, সহ কৃষি বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার আহ্বান জানান।

    দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা ১০০ ও ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে দৌড়, বালিশ বদল, গোল্লাছুটসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST