নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোটার সমাবেশে মঙ্গলবার সন্ধ্যায় মানুষের বিপুল সমাগম লক্ষ্য করা গেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ভোটারদের উদ্দেশে দলীয় প্রার্থীরা নানা পরিকল্পনা, অঙ্গীকার ও উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি ও লালমনিরহাট–২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু। তিনি উন্নয়নমুখী রাজনীতি, শান্তিপূর্ণ সমাজ গঠন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কামনা করেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন—
মাওলানা মো. রুহুল আমিন, আমীর, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা জয়নুল আবেদীন, সেক্রেটারি, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা
মো. লুৎফর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লালমনিরহাট জেলা
মো. জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা
সমাবেশের সভাপতিত্ব করেন মো. আব্দুল লতিফ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চলবলা ইউনিয়ন শাখা।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান এবং এলাকার নানা সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ নেন।


