ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুমিল্লা-৩ আসনে কায়কোবাদ প্রার্থীতা বহাল জামায়াত প্রার্থীর করা রিট খারিজ করেছে হাইকোর্ট

    admin
    January 27, 2026 9:01 pm
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থীতা বহাল রেখেছে হাইকোর্ট। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার আদালত রীট আবেদনটি প্রাথমিক শুনানিতেই খারিজ করে দেন।

    আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত দেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়।

    এ মামলাটি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আদালত মনে করেন, আপিলে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে পারেনি।

    আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়ানোর একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়। এতে নির্বাচনী মাঠে চলমান প্রস্তুতিও স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।
    উল্লেখ্য, এর আগে একই ধরনের কয়েকটি আবেদনের ক্ষেত্রেও আদালত অনুরূপ সিদ্ধান্ত দিয়েছেন, যা নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ইতিপূর্বে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনেও আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তার আপিল নামঞ্জুর করে কায়কোবাদের মনোনয়ন বহাল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট দায়ের করেছিলেন জামায়াতের প্রার্থী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST