ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার”

    admin
    January 12, 2026 5:47 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন-
    ১) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), ২) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৯), ৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৪নং জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া-কোঁটাগাঁও এলাকার মোঃ নাজিম মিয়া (২৫) এবং ৪) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নরাই বাজার এলাকার মোঃ জাকির হোসেন (৩২)।

    রবিবার দিবাগত রাত (১২ জানুয়ারি ২০২৬) আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগান বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় জনৈক মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫,৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ এবং একটি Bajaj CT100 মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।

    খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাসহ থানার একটি টিম দ্রুত ডাকাত দলের পিছু নেয় এবং কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে ৪ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো মানিব্যাগসহ নগদ ১,৬১০ টাকা, একটি Bajaj CT100 মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

    কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরির একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST