এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলায় সাতটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগ দিচ্ছেন। খুলনা রেঞ্জের সাম্প্রতিক বদলি আদেশ অনুযায়ী প্রত্যেক থানা পাচ্ছে নতুন দায়িত্বশীল কর্মকর্তা। জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দ্রুতই তারা দায়িত্ব গ্রহণ করবেন।
নতুন নিয়মে দায়িত্ব পেতে যাঁরা আসছেন
১) কুষ্টিয়া সদর মডেল থানা
আসছেন কবির হোসেন মাতুব্বর (বিপি নং ৭৯০৬১১০৬৪৬). নিজ জেলা: বাগেরহাট।
২) মিরপুর থানা
আসছেন রিফাতুল ইসলাম (বিপি নং ৮০০৬১০১১৯৯). নিজ জেলা: ফেনী।
৩) দৌলতপুর থানা
আসছেন আরিফুর রহমান (বিপি নং ৭৭০৪১০২৪৩০). নিজ জেলা: বাগেরহাট।
৪) কুমারখালী থানা
আসছেন জামাল উদ্দিন (বিপি নং ৯৪৯২০৯০৪২৩). নিজ জেলা: সিলেট।
৫) ভেড়ামারা থানা
আসছেন মুহাম্মদ লাহিনুজ্জামান রহমান (বিপি নং ৮০০৬০৯৮৭৫৫). নিজ জেলা: ঢাকা।
৬) ইবি থানা
আসছেন মাসুদ রানা (বিপি নং ৮৬১১১৩৪৭১৬). নিজ জেলা: সিরাজগঞ্জ।
৭) খোকসা থানা
আসছেন মোবারক হোসেন (বিপি নং ৭৫৯৪০১১৬৭৮). নিজ জেলা: নওগাঁ।
পুলিশ সুপারের বক্তব্য
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেন,
জেলা পুলিশের সেবার মান আরও উন্নত করতে আমরা প্রশাসনিক রদবদল করা হয়েছে। নতুন কর্মকর্তারা অভিজ্ঞ, পেশাদার এবং দায়িত্বশীল। আশা করি তারা প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করবে। জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করাই আমাদের অগ্রাধিকার।


