জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বেদে সম্প্রদায়ের অসহায় মনিলা বেগম ও রাজিয়া বেগমের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর করেছে কালিকাপুর মানব কল্যাণ সংস্থা।
সোমবার (১২জানুয়ারী )বিকেলে ভারত সীমান্তবর্তী বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঢেউটিন হস্তান্তর করেন মানব কল্যাণ সংস্থার পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মকবুল আহমেদ, এসময় উপস্থিত উপদেষ্টা আবদুল কুদ্দুস, সদস্য সালা উদ্দিন, ছাদেক মিয়া, আমির হোসেন, মোঃ হাসান, বিসু মিয়া, শাহানুর আক্তার, দিপু মিয়া, রেজাউল হক প্রমুখ।
ঢেউটিন পেয়ে মনিলা বেগম ও রাজিয়া বেগম বলেন, অর্থের অভাবে নতুন ঘর নির্মাণ করতে পারছি না। কালিকাপুর মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঢেউটিন দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আমি তাদের সফলতা কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


