কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুহি নামে আড়াই বছরের নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যা সন্তান।
স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনে কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রুহি। পরে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


