ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ভোট প্রার্থনা ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনাহাটা বাজারের বিভিন্ন সড়কে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের ছেলে আব্দুল গাফফার। তিনি বলেন, “জুলাই আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ন করবে দেশের মানুষ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেবে বলে আমরা আশাবাদী।”
তিনি দল-মত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহাসিন আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ, উপজেলা কর্মপরিষদের সদস্য মাস্টার ইয়াকুব আলী (বি.এস.সি), নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোহাম্মদ রবিউল হাসান, সেক্রেটারি হযরত আলী এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ।এ সময় মিছিলে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


