মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার ইটাখোলা ইউনিয়ন কানিয়ালখাতা গাবতলা বাজারে রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (আজ) বিকাল ৪টায় গাবতলা বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রনি মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং মানবিক কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


