ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফকিরহাটে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    admin
    January 10, 2026 7:04 pm
    Link Copied!

    আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

    গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়ন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
    এই প্রশিক্ষণে বাগেরহাট-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার নতুন ভোটাররা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন নতুন ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
    প্রশিক্ষণে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, সংবিধানিক অধিকার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনকালীন আচরণবিধি, ভোট প্রদান পদ্ধতি, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধ এবং গণতন্ত্রে নাগরিকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে ভোটার হিসেবে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়।
    প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শুভজিৎ, ভিবিডি (VBD) ভলেন্টিয়ার। তিনি বলেন,
    “ভোটাধিকার শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, এটি একটি বড় দায়িত্বও। সচেতন ভোটারই পারে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে।”
    এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন টুম্পা আক্তার মিম, ‘৫১’র জাগরণ’-এর নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের প্রশিক্ষক এবং VBD বাগেরহাট জেলা প্রতিনিধি। তিনি বলেন,
    “নতুন ভোটারদের সঠিক তথ্য ও জ্ঞান প্রদান করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ভোটাররা যদি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হন, তবে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
    প্রশিক্ষণে অংশগ্রহণকারী নতুন ভোটাররা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা ভোট প্রদান প্রক্রিয়া ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বাস্তব ও কার্যকর ধারণা পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের ভোটাধিকার প্রয়োগে সহায়ক হবে।
    দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল নতুন ভোটারের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় কর্মসূচিতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
    আয়োজকরা জানান, ভবিষ্যতেও ‘৫১’র জাগরণ’-এর পক্ষ থেকে বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। সচেতন নাগরিক তৈরির মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST