মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।
বরগুনা:
বরগুনার ঐতিহাসিক ৩৬ জুলাই জাতীয় স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা।
বিকেল ৫টার দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বরগুনা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা লাঠি হাতে স্লোগান দেন এবং প্রশাসনের গাফিলতির কারণে স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার সাহস হওয়ার অভিযোগ তোলেন। তারা বলেন, লকডাউন চলাকালীন পুলিশ নজরদারি চোখে পড়ার মত ছিল, তবুও এই ঘটনা ঘটেছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সূরা সদস্য মোতাসিম বিল্লাহ আল মামুন বলেন, “এটি শুধু একটি স্মৃতি স্তম্ভ নয়, এটি আমাদের ইতিহাসের প্রতীক। প্রশাসনের গাফিলতি না থাকলে এমন ঘটনা ঘটতো না।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা আহবায়ক মাহাদী হাসান আল হাদী বলেন, “আগুনের পর সিসি ক্যামেরা বসানো মানে দায় এড়ানোর চেষ্টা। আগে নজরদারি থাকলে এই ঘটনা ঘটতো না।”
জুলাই আন্দোলনের যোদ্ধা মীর নিলয় বলেন, “জুলাই স্মৃতি স্তম্ভে আগুন মানে আমাদের আত্মত্যাগে আগুন। আমরা দোষীদের বিচার চাই, নইলে কঠোর আন্দোলন করবো।”
আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত স্মৃতি স্তম্ভটি স্বাধীনতা-পরবর্তী আন্দোলনের ইতিহাসের সাক্ষী। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।


