ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভোটের আগে কুষ্টিয়ায় উদ্বেগ, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র

    admin
    January 24, 2026 10:50 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ২৪ জানুয়ারি ২০২৬।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের সবগুলো এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।
    জেলা পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে মোট ৫৫টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৩৮টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও ১৭টি অস্ত্র এখনো অধরা রয়ে গেছে। একই সঙ্গে লুট হওয়া গুলির সঠিক হিসাবও পাওয়া যায়নি।
    পুলিশের বিশেষ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কিছু নজির থাকলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কুষ্টিয়া–ত্রিমোহনীগামী সড়কের পাশে জুগিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের বিপরীতে দৈনিক সাগরখালী পত্রিকা অফিসের সামনে থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করা হয়। সিমেন্টের তৈরি একটি রিংয়ের ভেতর থেকে উদ্ধার করা ওই রাইফেলটির কাঠের বাট ছিল না এবং এর ফায়ার মেকানিজম, ম্যাগাজিন ও বডি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সে সময় পুলিশ জানায়।
    এ ছাড়া ২০২৪ সালের ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের কামরুজ্জান শিশু পার্কের পাশের একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আরেকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। পুলিশ নিশ্চিত করে, সেটিও কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি।
    তবুও উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় শঙ্কা কাটেনি। কুষ্টিয়া-১ আসনের বিএনপি প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা অভিযোগ করে বলেন, দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র প্রবেশের আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত সব লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
    অন্যদিকে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
    ভোটারদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কাজ করছে।
    কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, “নির্বাচনে কোনোভাবেই অস্ত্রের ব্যবহার করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST