আবু রায়হান,মণিরামপুর প্রতিনিধিঃ
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর শুক্রবার বেলা তিনটায় ১৩ নং খানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে (শ্যামকূড়র, খানপুর, দূর্বাডাঙ্গা,কূলটিয়া,নেহালপুর, মনোহরপুর) পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল পথসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।মনিরামপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে বুধবার (২৬শে নভেম্বর) বিকালে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন মনিরামপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নাজমুল হক লিটন,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার ফারুক মিন্টু,নেহালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ বজলুর রহমান,কূলটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার হামিদুর রহমান,শ্যামকূড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান,দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা হারুন অর রশিদ,হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নবিরুজ্জামান আজাদ,কূলটিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ হোসেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতা খলিলুর রহমান,হরিচাঁদ মল্লিক,রফিকুল ইসলাম,খানপুর ইউনিয়ন বিএনপি’র নেতা শরিফুল ইসলাম,তরুণ নেতা আজিজুর রহমান, হারুন অর রশিদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


