মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
কিছু দিন জাতীয় সংসদ নির্বাচনের কারণে মানিকগঞ্জ জেলার ৩ টি আসন থেকে মোট ২৭ জন মনোনয়ন পত্র জমা দেয়। আজ সে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ দিন। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ মোট ৯ জনের মনোনয়ন পত্র বাতিল হয়। মানিকগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল আরা সুলতানা সভাপতিত্বে, সকাল থেকে যাচাই বাছাই কাজ শুরু হয়। যাচাই বাছাই শেষে, মোট ২৭ জন মনোয়ন পত্রের মধ্যে থেকে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করে। আর ১৮ জনের মনোনয়ন পত্র জমা রাখেন বা স্বীকৃতি পায় । বাতিল মনোনয়ন পত্র গুলো হলো।
মানিকগঞ্জ ১ আসনের সংসদ, ১) মো শাহজাহান খান তিনি জনতার দলের প্রার্থী, ২) আবদুল আলী ব্যাপারি স্বতন্ত্র প্রার্থী।
মানিকগঞ্জ ২ আসনের সংসদ ১) এস এম আবদুল মান্নান সাবেক এমপি জাতীয় পার্টি, ২) আব্দুল আলী মোল্লা স্বতন্ত্র প্রার্থী, ৩) আবিদুর রহমান খান রোমান স্বতন্ত্র প্রার্থী।
মানিকগঞ্জ ৩ আসনের সংসদ ১) মো আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী,,২) মো রফিকুল ইসলাম জনি এবি প্রার্থী, ৩) ফারুক হোসেন স্বতন্ত্র প্রার্থী, ৪) ড: রফিকুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী।
স্বীকৃতি প্রার্থীরা হলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ বিএনপি এস এ জিন্নাহ কবীর, ২) জামায়াতে ইসলামী ডা: আবু বকর সিদ্দিক, ৩) স্বতন্ত্র মো মোজাম্মেল হক তোজা, ৪) বাংলাদেশ মাইনরিটি কমিউনিটির দিলীপ কুমার দাস, ৫) ইসলামী আন্দোলন মো খোরশেদ আলম, ৬) গন অধিকার আন্দোলন মো ইলিয়াস হোসেন, ৭) খেলাফত মজলিস হেদায়েত উল্লাহ।
মানিকগঞ্জ ২ আসনের সংসদ ১) বিএনপি ও সাবেক এমপি ইন্জিনিয়ার মইনুল ইসলাম শান্ত, ২) খেলাফত মজলিস মো সালাউদ্দিন, ৩) ইসলাম আন্দোলন মোহাম্মদ আলী।
মানিকগঞ্জ ৩ আসনের সংসদ ১) বিএনপি আফরোজা খানম রিতা, ২) জামায়াতে ইসলামী মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ৩) জেপির আবুল বাশার বাদশা, ৪) জাতীয় পার্টি মোয়াজ্জেম হোসেন খান মজলস ৫) ইসলামি আন্দোলন বাংলাদেশ শামসুদ্দিন, ৬)বাংলাদেশ জাসদ মো শাহজাহান আলী, ৭) স্বতন্ত্র মফিজুল ইসলাম খান কামাল, ৮) খেলাফত মজলিস মো সাঈদ নূর।
পরে সকল স্বীকৃত প্রার্থীদের পরবর্তী নিয়ম ও কাজ সঠিক ভাবে অনুসরণ করতে বলা হয়


