ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ীতে বৃদ্ধার ৬৭ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

    admin
    January 21, 2026 2:27 pm
    Link Copied!

    রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে, ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে, ৭৫ উর্দ্ধ নিঃসন্তান সুশীলা মন্ডলের শেষ সম্বল ৬৭ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা জনেক মন্ডল ও দলিল লেখক তাপস কুমারের বিরুদ্ধে। ভুক্তভোগী সুশীলা মন্ডল উপজেলার জঙ্গল ইউনিয়নের ৭ নং ওয়াডের পুরান ঘুরঘুরিয়া গ্রামের মৃত যতীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী।
    এ বিষয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) যতীন্দ্রনাথ মন্ডলের ভাই নগেন্দ্রনাথ মন্ডলের বড় ছেলে নাটক মন্ডল বাদী হয়ে, তার ছোট ভাই জনেক মন্ডল ও দলিল লেখক তাপস কুমারের বিরুদ্ধে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে নাটক মন্ডল উল্লেখ্য করেন, তার জেঠা মহাশয় যতীন্দ্রনাথ মন্ডলের কোনো পুত্র বা কন‍্যা কিছুই নেই। তিনি নিঃসন্তান অবস্থায় একমাত্র স্ত্রী সুশীলা মন্ডল’কে রেখে মারা যান। হিন্দু দায়াভাগ অনুযায়ী নিঃসন্তান যতীন্দ্রনাথ মন্ডলের মৃত্যুর পর তার স্থাবর অস্থাবর সম্পত্তির জীবন স্বত্ত মালিক হন তার স্ত্রী সুশীলা মন্ডল। সুশীলা’র মৃত্যুর পর ওয়ারিশ হবেন যতীন্দ্রনাথ মন্ডলের ভাই নগেন মন্ডলের ৪ সন্তান, নাটক মন্ডল ও জনেক মন্ডল গং। যতীন্দ্রনাথ মন্ডলের মৃত্যুর পর তার রেখে যাওয়া ৬৭ শতাংশ জমি পুরোটাই জনেক মন্ডল ভোগদখল করে আসছিলো। বিনিময়ে জনেক, সুশীলার ভরনপোষন দিয়ে আসছিলো। সেই সুযোগে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) জনেক মন্ডল ডাক্তার দেখানোর কথা বলে সুশীলাকে বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিসে নিয়ে কোনো কিছু বুঝে উঠার আগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলিল লেখক তাপস কুমারের যোগসাজসে সমস্ত জমি রেজিস্ট্রি করে নেয়। ঐ দিনই সন্ধ্যায় বাড়িতে ফিরলে নাটক মন্ডল সুশীলাকে ডাক্তার দেখানোর বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, ওরা বালিয়াকান্দি নিয়ে গিয়ে আমার কাছ থেকে অনেকগুলো টিপ নিয়েছে। জমি রেজিস্ট্রি করে নিয়েছে জেনে কান্না জড়িত কন্ঠে সাংবাদিক’দের সুশীলা বলেন, ডাক্তার দেখাতে নিয়ে ওরা আমাকে সর্বস্বান্ত করে দিলো।
    এ বিষয়ে অভিযুক্ত জনেক মন্ডলের বাড়িতে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে জনেক কৌশলে পালিয়ে যায়। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। জীবন স্বত্তে একজনের সমস্ত জমি কিভাবে সাফ কবলা দলিল দ্বারা রেজিস্ট্রি হয়? এমন প্রশ্নের জবাবে সাব-রেজিস্ট্রার’কে দোষারোপ করে দলিল লেখক তাপস কুমার জানান, সাব-রেজিস্ট্রার’কে ম‍্যানেজ করেই সবকিছু করা হয়েছে। আরোও পরিস্কার করে জানতে চাইলে তাপস বলেন, এই দলিল রেজিস্ট্রি করতে সাহেব (সাব-রেজিস্ট্রার) কে অতিরিক্ত ৪০ হাজার টাকা দিতে হয়েছে। অতিরিক্ত ৪০ হাজার টাকার বিষয়ে জানতে চাইলে, বালিয়াকান্দির সাব-রেজিস্ট্রার তনু রায় জানান, আমি কোনো অতিরিক্ত টাকা গ্রহণ করিনি। সমস্ত নিয়ম মেনেই জমি রেজিস্ট্রি হয়েছে। অভিযোগের বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব‍্যাবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST