নূর উদ্দিন নাহিদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। চলছে তার নির্বাচনী প্রচারনা ।থেমে নেই জামায়েত ইসলামী,ইসলামী আন্দোলন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলগুলোও । তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌরসভা ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম হৃদয়ের উদ্যোগে সম্প্রতি বিশাল জনসমাগম নিয়ে এ্যানি চৌধুরীর পক্ষে প্রচারনা করেন । এ নিয়ে ব্যাপক প্রশংসা ও আলোচনায় আসেন মোরশেদ আলম রিদয়।
লক্ষ্মীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম হৃদয় বলেন, তারা সামনে ও আরও নির্বাচন গুলিতে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।
অন্যদিকে গত শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে পৌর এলাকার বাঘবাড়ি থেকে শুরু করে , জেলে বাড়ি, কালিবাজার রোড বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রচারণা করাই দলীয় ও এলাকায় ব্যাপক সাড়া জাগে।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাধারণ সম্পাদক বাহাদুর খান নোবেল, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রাহাত, শাহাদাত রনি সহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
প্রচারণায় বক্তারা জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, বেকারত্ব নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
তারা আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন ই এ্যানী ভাইয়ের সবচেয়ে বড় শক্তি।


