ঢাকাThursday , 25 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শাহ আউলিয়াবাগে তিন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    December 25, 2025 4:38 pm
    Link Copied!

    আজিজুল গাজী জেলা প্রতিনিধি বাগেরহাট।

    বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শাহ আউলিয়াবাগ এলাকায় অবস্থিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) শাহ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়, শাহ আউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শাহ আউলিয়াবাগ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মল্লিক হাবিবুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক, শাহ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মল্লিক শামীম আখতার এবং সুফিয়া খাতুন।

    সভাপতির বক্তব্যে মল্লিক হাবিবুর রহমান বলেন,
    “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনা করবে। তাই তাদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।”

    শাহ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিত কুমার দাস তার বক্তব্যে বলেন,
    “এক বছরের পরিশ্রমের ফল আজ শিক্ষার্থীরা হাতে পেয়েছে। যারা ভালো ফলাফল অর্জন করেছে তাদের অভিনন্দন জানাই এবং যারা প্রত্যাশিত ফল করতে পারেনি তাদের হতাশ না হয়ে আরও মনোযোগী হয়ে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    বিশেষ অতিথি আলহাজ্ব খান আলী আকবার, প্রাক্তন সভাপতি, শাহ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয় বলেন,
    “এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সচেতনতার কারণেই শিক্ষার্থীরা আজ ভালো ফলাফল অর্জন করতে পারছে।”
    অপর বিশেষ অতিথি আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, প্রাক্তন সভাপতি বলেন,
    “শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
    সরদার বিল্লাল হোসেন, সভাপতি, পিলজংগ ইউনিয়ন পরিষদ বিএনপি তার বক্তব্যে বলেন,
    “শিক্ষিত জাতি গঠনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। রাজনীতি ও সমাজের সকল স্তরের মানুষকে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে।”
    ফকির নজরুল ইসলাম, প্রাক্তন সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটি বলেন,
    “এই প্রতিষ্ঠানের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই আয়োজন দেখে আমি গর্বিত। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

    শাহ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলে—
    ষষ্ঠ শ্রেণি: ১ম: মেহেরুন্নেছা মুন
    ২য়: সম্যজিত বসু
    ৩য়: স্বর্ণালী বসু
    সপ্তম শ্রেণি: ১ম: মালিহা কবির
    ২য়: সুমাইয়া খাতুন
    ৩য়: লামিয়া আক্তার
    অষ্টম শ্রেণি: ১ম: খান মানাজির হোসেন
    ২য়: আতিয়া মাহমুদা
    ৩য়: মল্লিক রাফিন
    নবম শ্রেণি: ১ম: জান্নাতি
    ২য়: সাকিব আল হাসান
    ৩য়: শামীমা আক্তার লুবনা
    ষষ্ঠ থেকে নবম শ্রেণির মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে মেহেরুন্নেছা মুন (ষষ্ঠ শ্রেণি)।
    সেরা উপস্থিতি
    ষষ্ঠ শ্রেণি: সৌম্যজিৎ বসু — ১০০% হাজিরা
    সপ্তম শ্রেণি: মালিহা কবির — ১০০% হাজিরা
    অষ্টম শ্রেণি: মল্লিক রাফিন — ১০০% হাজিরা
    নবম শ্রেণি: সাকিব আল হাসান — ১০০% হাজিরা
    শিষ্টাচার পুরস্কার
    ষষ্ঠ শ্রেণি: হুমাইরা আক্তার তানহা
    সপ্তম শ্রেণি: লামিয়া আক্তার
    অষ্টম শ্রেণি: খান মানাজির
    নবম শ্রেণি: জান্নাতি
    প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ফলাফল

    শাহ আউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফল।
    ভার প্রাপ্ত প্রথান শিক্ষক
    শিশু শ্রেণী আরিন ইসলাম
    ২য় শ্রেণী ইভা মনি
    ২ য় শ্রেণী সাউদা ইসলাম
    ৩য় শ্রেণী কানিস সায়মা
    ৪র্থ শ্রেণী শেখ হুজাইফা মাহমুদ
    ০৫ম শ্রেণী সামিরা সামিম

    শাহ আউলিয়াবাগ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ফলাফল।

    শিশু শ্রেণী খান তাওহিদ হাসান
    ১ ম শ্রেণী নাচির উদ্দিন
    ২ য় শ্রেণী খান জুনায়েদ
    ৩য় শ্রেণী হুমাইরা আকতার তুবা
    ৪ র্থ শ্রেণী জান্নাতুল ফেরদাউস
    ৫ ম শ্রেণী আব্দুল্ল আল মুমিন

    শাহ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয় ও শাহ আউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শাহ আউলিয়াবাগ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
    প্রতি শ্রেণি থেকে তিনজন করে শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জাতির বিবেক, সাংবাদিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা পরিণত হয়।
    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST