ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক নতুন ঘর উপহার পেয়ে খুশিতে আত্মহারা

    admin
    November 14, 2025 3:58 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক আবদুল মমিনকে নতুন টিনসেড ঘর উপহার দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শুক্রবার সংগঠনটির আশ্রয়ন প্রকল্পের উদ্যোগে জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া গ্রামের অসহায় পরিবারটি ঘর পেয়ে খুশিতে আত্মহারা। ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত করেন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি এবং চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনির হোসেন খোকন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ সুমন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল হাশেম, সদস্য আবদুল মমিন, জসিম উদ্দিন হাসান, মোহাম্মদ মামুন, গ্রামবাসীর মধ্যে হাফেজ মোঃ জাকারিয়া, মোজাম্মেল হোসেন সোহাগ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
    নতুন ঘর উপহার পেয়ে ভ্যানচালক আবদুল মমিন বলেন, ভ্যান চালিয়ে কোনরকম জীবিকা নির্বাহ করে কোনরকম সংসার চলছিল। দীর্ঘদিন টাকার অভাবে জরাঝীর্ণ ঘরে বসবাস করছিলাম। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ঘর উপহার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় ও দেশ-বিদেশে থাকা মানবিক ব্যক্তিসহ স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
    অনুষ্ঠানে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি অসহায় ভ্যানচালক আবদুল মমিনের আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিদের সহায়তায় নতুন টিনসেড ঘর উপহার দিতে সক্ষম হয়েছি। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে এরআগে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় পরিবারকে আরও পাঁচটি নতুন ঘর উপহার দেয়া হয়েছে। প্রবাসীদের দেয়া অনুদান উপযুক্ত জায়গায় পৌঁছে দিতে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST