মাহবুব হাসান, ঝালকাঠি
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় জেলা জজশীপের শহীদ সোহেল – জগন্নাথ পাড়েঁ হলরুমে ঝালকাঠি জেলা’র সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাসনিম জোহরা, পুলিস সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মোঃ মনিরুজ্জামান , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জিপি এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল হাসান জেলা জজশীপের প্রশাসনিক কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা এবং নাজির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বক্তরা মেধাবী দুই বিচারক হত্যা কান্ডের বিভীষিকা ময় দিনের কথা স্মরণ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিচারক এবং আইনজীবী সহ বিচার সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের জঙ্গি গোষ্ঠীর মুল উৎপাটনের জন্য সরকারের জোড়ালো পদক্ষেপ নেয়ার দাবী জানান হয়। বিচারক দের নিজস্ব আবাসন ব্যবস্থা এবং নির্বিঘ্নে বিচার কার্যক্রম পরিচালনায় স্বাধীন বিচার ব্যবস্থার পুর্নাঙ্গ বাস্তবায়ন এর জন্য সরকার কে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়। শোকসভা শেষে নিহত বিচারক শহীদ সোহেল আহম্মেদ এর আত্মার মাগফিরাত কামনা এবং জগন্নাথ পাড়েঁর আত্মার শান্তি কামনায় দোয়া এবং প্রর্থনা করা হয়।


