ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক এ অনুষ্ঠান হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা ইন্সট্রাক্টর সাহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এ সময় কুইজ প্রতিযোগিতার ৫ জন শিক্ষার্থীকে সনদ পত্র ও পুরস্কৃত করা হয়। এবং জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির সার্বিক মূল্যায়ন করা হয়। বক্তারা বলেন, সরকারী প্রণোদনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে মাছ উৎপাদনে ঘোড়াঘাটে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ, মৎস্যজীবী ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।


