ঘোড়াঘাট (দিনাজপুর) এম হাবিব//
দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে একটি ট্রাক সহ ডাকাতির কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম।
এই তথ্য জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
গ্রেপ্তার ডাকাতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার কাজী বাজার এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রতন মিয়া ওরফে গালকাটা কালু (৩৮), কুমিল্লা সদর উপজেলার রায়পুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত কাদের হাওলাদের ছেলে ইউসূফ (৪৮) এবং নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার সমবাড়িয়া বাজার গ্রামের মৃত আনারুল হকের ছেলে আল আমিন (৩০)।
সংবাদ সম্মেলনে ওসি বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার সময় তারা জানতে পারেন পৌরসভাধীন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে অবস্থিত বর্ণমালা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের সামনে কয়েকজন ডাকাত একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বেশ কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। সেখান থেকে ৪ জনকে আটক করে থানা পুলিশ এবং আরো বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তার রতন, ইউসূফ ও রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।